প্রয়োজন ফুরিয়ে গেলে যারা তাকায় না পিছন ফিরে,
চিনতে পারে না নিজের জন্মরক্তদাগ; মাটিতে কিম্বা
স্বেদকণা চিক চিক মায়ের কপালজুড়ে আঁতুর ঘরে!
কিসের প্রয়োজন করাতে স্মরণ বটতলার ছায়াটুকু।


এখন ফাল্গুন দোহাই ভালবাসার কোকিল ডাকিস না,
বৈশাখী ঝড়ে সুরক্ষা নাই সবতো উড়ে যাবে বাতাসে।
ভেসে যাবে ভাদ্রের ছলাৎছলাৎ জোঁয়ারে চিতলপেটি,
খামারে হ্রেস্বাস্বর অশ্বক্ষুরে ঠকঠক শুনি সারাটারাত।


লাল পিঁপড়ের গর্তে যৌবন রেখেছি বন্ধক অস্থায়ী,
জীবন কি জীবনের মতো পেয়েছে কিছু কোনদিন!
দু’বেলা আটার রুটি; যখন ভাত জুটেনি মনন্তরে,
বাবা কেমন করে তাকাত মুখের দিকে মনে পড়ে।


বড় স্বার্থপরতায় আগাগোড়া মুড়ে দেওয়া পৃথিবী,
কবে যে মোড়ক উন্মোচন! তোমারা থাকবে তো!
================== ======
২৩ ফেব্রয়ারী ২০১৬, মঙ্গলবার