নারী দিবস কথা্টাই আমার কাছে বড় হাস্যকর মনে হয়।
কোলের থেকে মেয়েটাকে তুলে নিয়ে যায় যে দেশে আজও
তাদের আবার নারী দিবস!


মগজ যাদের এখনও জংধরা লৌহপাত অনুভূতিহীন স্বত্তা
নারী দিবস কোনদিন ছিল না, আজও নেই, ভবিষ্যতে ও
কোন দরকার হবে না।


নারীতো পুরষতন্ত্রের পুতুল ছাড়া কিছু নয়। পণ্য তো বটে।
এখন শুনি কসাইয়ের দোকানে মাংসের মতো বিক্রিও হয়,
হাটবাজারও নাকি হচ্ছে আড়ালে।


পাচার আর প্রচার হরদম রাস্তায় রাস্তায় মিছিল মঞ্চে বক্তৃতা,
নারী অধিকার! কে দিচ্ছে , কে পাচ্ছে খেরো খাতায় হিসাব
মেলেনি কোনদিন মিলবে ও না।


সিঁদুরের দাগ আর কলেমার দোহাই পেড়ে যাদের বেড়ী পরান হয়
হাত-পা-নাক-কান-কোমর-গলায় তারা মুক্তির স্বাদ কেমনে পায়!
========= ================
১১ মার্চ ২০১৬, শুক্রবার