জেগে আছো! এতো রাতেও? ও অবশ্য তোমার অভ্যাস
ক্লাশ, পরীক্ষার খাতা, আগামী দিনের প্রস্তুতি সব মিলে
কখন যে চিলের ডানায় সময় পালায় বুঝা যায় না কিছু।
অনেকদিন পর দেখা যাচ্ছেতো তাই কেমন যেন স্থিরদৃষ্টি!


বকবে বুঝি! না বকো না। মুখটা দেখলে ভিতরে কেমন
যেন একটা সুবাতাস বয়; তুমি জানো কেন এমনটা হয়?
রাতের পর রাত পুড়ে পুড়ে জমাটবাধা মোম এই বুকে,
আর একটু স্পর্শাগুন দিলে গলবো, বাষ্প হবো, উড়বো!


ভষ্ম হবো; জড়াবো বেণীতে, আগলা চুলে আঁচল কাঁচলে।
মেঘে মেঘে মাখামাখি বৃষ্টি হয়ে ঝরবো টাপুর টুপুর দেখ
খোলা জানালার কার্ণিশে বাড়িয়ে দিও হাত কেউ জানবে
না।সমাজের ভয় পেতে হবে না; ভিজে হাত শুকিয়ে যাবে।


কলেজ ছুটি হলে কী ধীরপায়ে হেঁটে হেঁটে আসো ভীষন লাগে,
পোয়াতী সময় হাতের মুঠোয় চাঁদের জ্যোৎস্না হয় অনুরাগে।
=========== =============== =
০৪ মে ২০১৬, বুধবার