বিয়ের কথা পাকা হলেই নলেন গুড়ের সন্দেশ খাওয়াবো দেখিস!
সাবিনা রোজই এ পাড়া ও পাড়া ঘুরে মেয়ের খবর জোগাড় করে,
সাতরাজ্যির ভার মাথায় রোগা-পাতলা মেয়েটা বড্ড ব্যস্ত এখন
কাল হাসতে হাসতে বলেছিল তোমার কাজের নায়ক তো আমি।


আর বলো না, এ কথা সে কথা কান ঝালাপালা। আসল খুজে
পেতে সত্যিই জ্বালা। কি করে বুঝি বলো, সবতো আর হাতিয়ে
দেখা যায় না। আজকাল যা অভিনয়ের প্রতিযোগিতা! যাগ গে
চিন্তা করো না। একান্তি কিছু যদি না হয় ব্যবস্থা একটা  করবই।


বাহ! রে কি হয়েছে তাতে? আমি আছি না! আজকাল ওসব তো
হচ্ছেই হামেশা। সব ঠিক করে দেব তুমি ভেব নাতো একদম।
শোন সময় মত এসে পড় কিন্তু, দেরী করো না। এখন রাখি গো।
একজনের সাথে নাকি ফুটুর ফাটুর করতে হবে; মা’কে বলে গেছে।


নলেন গুড়, বিয়ে, লাখ কথার ফয়সালা জীবনকে রঞ্জিত করে বটে,
কিন্তু ক’টা জীবনে শান্তি দিতে পারে সে বড় সন্দিহান এই কলিকালে।
============== ==============
২৫ মে ২০১৬, বুধবার