দান আর প্রতিদান বিশ্বাসের সাঁকো শুধু শক্ত করে!
পুরনো কয়েনগুলো দানবাক্সে ঠুনঠান ছাড়তে ছাড়তে
কখন যে সন্তপর্নে স্বপ্নগুলো ভালবাসার আঁতরসুগন্ধি হয়ে
উড়ে গেছ, জানা হয়নি; বুঝতে পারি নি সে প্রত্যাবর্তন।


ভাঙ্গাকাঁকনের শব্দ শুধু বেজে যাচ্ছে ফুলতোলা বিছানার
চাদরের কানে; বালিশে মাথা দিলে কে যেন চোখের কার্ণিশে
শ্রাবন ডেকে আনে। বসন্তগুলো এমনি করেই ঝর্ণায় মিলিয়ে
যায় রজ:শ্রাবধারায়। স্বাক্ষী পোড়া কঙ্কাল; অগনিত চিরকুট।


এসব কেউ জানে না, জানানো যায় না। আপন কিম্বা পর
সে কোন প্রশ্ন নয়। একটা বয়সে এসে দাঁড়ালে কিছু ব্যক্তিগত
বিষয় এসে ভর করে মনের দোলনায়; দুলতে থাকে ফুলতে থাকে
বিস্ফোরিত হতে হতে পুড়িয়ে খাঁক করে নীরব দহনযন্ত্রনায়।


তারপর স্তিমিত প্রদীপের শিখায় যতটুকু আলো থাকে ও আর
হৃদয়ের পরতে পরতে পৌঁছায় না স্বাক্ষী হয় অনন্তকালের প্রেম।
============= ================
২১ মে ২০১৬, শুক্রবার