ঝর্ণা কলম হাতে যখন ঝর্ণা ধারায় বর্ণমালায় কাব্য করে কবি,
একে একে চোখের সামনে ভেসে ওঠে রংবেরঙ্গের কতই না ছবি।


নতুন-পুরান, বৃদ্ধ-যুবক, ছুড়ী-বুড়ী নানান রকম স্মৃতিময়তায়,
পিছন ফেলে চলে আসা বহুদিনের প্রেম-পরিণয় বিরহ-ব্যর্থতায়।


ঝর্ণাতলে স্বচ্ছজলে স্নান করে যায় মন জুড়াতে দগ্ধক্ষতে আজ,
হৃদয়ভরা ভালবাসায় জড়িয়ে বুকে দেয় পরিয়ে প্রেমের তাজ।
============  ================
১৬ জুলাই ২০১৬, শনিবার