তারপরও বিশেষণ আর বিশ্লেষণ! দু’পেগ জিন গলায় ঢালতে ঢালতে
ওর রুপোলী মুখটা আরো বেশী রূপোলী হয়ে উঠলো চোখের সামনে
রক্তঝরা লালঠোঁট যেন ডাইনীর ব্যর্থশিকার বহিৃনলে যন্ত্রনারই শিস্‌!
উগরে দিয়েছে বুকপোড়া অনন্তকাল জমে থাকা প্রতারনার দুষিতবিষ।


বাদাম চানাচুর সব ছিল, তবু বাড়তি আয়োজন মুরগীর ঝাল ফ্রাই
পটল, কাকরোল ভাজি, গরম পরাটা; ক্ষুন্নিবৃত্তির পরিপাটি আয়োজন।
কুন্ঠাহীন গলা ভিজিয়ে নিলাম ঠোঁটে তুলে নিষিদ্ধ শরাবের পেয়ালা,
জীবনে এখন নিষেধ বাধা আর নিষিদ্ধ বলে কোন কথা নাই থাকবেও না।


সোজা হেঁটে যাচ্ছি, যাবো। ইচ্ছেগুলো প্রচন্ড কামানের বিস্ফোরন হয়ে
গুড়িয়ে দেয় পিছুটান। থামতে শিখিনি, ওর প্রয়োজন নেই। বাকি তো আর
মাত্র ক’দিন, তারপর একে একে সব পরিস্কার; ঘাস থেকে খুটে নিয়ে সব
সঙ্গমসুখ গেঁথে নিতে পারবে মালা। বেশ মানাবে। ওটাই কাম্য ছিল তোমার।


ঠিক বিশ্বাস করতে পারিনি, বুঝি নি তা নয় তবে সম্মান দেখাতে গিয়ে
শূন্যতায় বেড়েছে হাহাকার। দুঃখ নেই, ওটা জন্মপূর্ব নির্ধারিত নিয়তি!
=========   =========
২৯ জুলাই ২০১৬, শুক্রবার,