জেগে আছি; গভীর রাত তবু ঘুম আসছে না,
বুকের বারান্দায় এমন আনাগোনা আগে দেখিনি।
নিশ্ছিদ্র অন্ধকারে ক্ষণিকের মোহ কেটে গেলে
রাত্রিও ফুরায়; রাঙ্গা চোখে প্রভাত তাকায়।


জামদানি ভাঁজ খুলে বিধবা দিনগুলি বারবার,
জানান দেয় অসহায়ত্ব; জীবন’কে দেয় ধিক্কার।
আর কতো দূর এ যাত্রা; পথ আঁকাবাঁকা গন্তব্যে,
ক্লান্ত পথিক একটু ছায়ার আশায় মায়ায় জড়ায়।


কাজলদানিতে চুঁয়ে পড়ে ডালিমরস অতি অবসরে,
মনের বাগান জুড়ে শুনি কোকিলের কুহুতান।
বসন্ত বাতাস বয়ে যায় হু হু, উড়ায় রঙ্গিন আঁচল,
অপলক চেয়ে দেখি ঝরে যায় হলুদ পাতা স্মৃতিমাখা।


বুকের তাজা রক্তে ফোটে ফুল পাপড়ি মেলে লাল গোলাপকলি,
মৌচোর মধু খায় চুপিসারে জানে না কি ব্যথা সে পুস্পকোরকে।
=========== =============
০৫ অক্টোবর ২০১৬, শনিবার, রাত: ০৭ঃ৫১ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited