খুব কি গাল ফুলাবে যদি আসতে না পারি, দেখা না হয় আজ
বলিছিলাম তো অবশ্যই আসবো-
জানো তো, শরীরটা না ভীষন বৈরীতা করছে কাল রাত থেকে।
তুমিই বলো কি করতে পারি এখন!


তোমাকে পাওয়ার পর থেকে অনেক অভ্যাস বদলে গেছে রীতিমত
পছন্দ অপছন্দের তালিকায় তুমি বিজিতা
এমন স্বচ্ছ সরবর; ডুবুরীর মতো সুখদানা খুজি ওখানে প্রতিনিয়ত
হাসিমাখা ঠোঁটে অমৃতসুধা; বুকে স্বপ্নপিরামিড।


উপত্যকায় নতজানু প্রানপুরুষ; পদ্মনাভিতে খোজে কস্তুরীসুঘ্রান
রাঙ্গামাটি দীপে ভিড়ায় চাঁদের সাম্পান,
জোয়ার প্লাবনে ভাসায়, ভাঁটায় শুকায় যাপিত জীবন নিয়মে বাঁধা
রাধিকা শ্যামের বুকেই পায় স্বর্গকানন।


তবু যদি বলো , বের হবো সকল বাধা উপেক্ষা করে আজই এখনই
তোমার চন্দনবাগে করবো নিশিযাপন যেমন বলেছিলে ওই সেদিন।
============ ===
০৩ ডিসেম্বর ২০১৬, শনিবার, বিকাল: ১২:২৬ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited