ভাল্লাগে না
বুকের পাঁজর খুঁড়ে খুঁড়ে
কষ্টগুলো নেড়ে চেড়ে
এ পাশ ও পাশ সাজিয়ে রাখা।


আপন যা
গোপন ব্যথায় কাদায় শুধু
রাত্রিদিন সকল সময়
ঘুম আসে না চোখের পাতায়।


প্লাবন চোখে
রাত্রি কাটে; স্মৃতির মলাট
রং চটে যায়,
দিশে হারা বুকের ব্যথায়।


ঔষধপত্র পথ্যগুলো থাক পড়ে সব
ভাল্লাগে না রোজ এত বিধি নিষেধ
============ ============
১০ ডিসেম্বর ২০১৬, শনিবার, রাত: ০৮:৪৪ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited