তালাবন্ধ ঘরে বুকের উপর পাথরচাপা দিয়ে, বার বার
ক্রুদ্ধভাবে আদেশ করা হচ্ছিল, পৃথিবীকে সাত বার প্রদক্ষিণ করতে।
আঁচলের গিঁট ধরে মন্ত্রমুগ্ধভাবে সাতপাঁকে ঘুরার পর,
চিতায় যেতে আপত্তি না থাকলেও আর কোন প্রদক্ষিণে ভীষণ অনিহা।


তাই সরাসরি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে মুখের উপরই স্পষ্ট বলে দিয়েছি,
না, পারবো না, পারবো না, পারবো না!
পৃথিবী নয়, এখন কোন স্বর্গ প্রদক্ষিণের কথা বললেও বলবো, না, পারবো না।


সাতপাঁকের গাঁটছড়া ছিঁড়ে যাবার পর জীবনের আর কোন বন্ধনেই এখন আর,
এতোটুকু দূর্বলতা অনুভব করি না।
মিছে কায়ার মায়া বাড়াতে বাড়াতে ভুলেই যাই একা যেতে হবে শেষ অভিসারে।


এত দৌড়ঝাঁপ, প্রতিযোগিতা, সকাল-সন্ধ্যা নাভিশ্বাস,
এই নিরাপত্তাহীন ব্যক্তিপরাধীন শোষণ-শাসনে একটু ঘুমিয়ে পড়ার পর-
জেগে উঠেই দেখি সাত'শ স্বপ্নের মৃতদেহ নীরব নিস্তব্ধ সাড়াশব্দহীন,
টানটান হয়ে শুয়ে আছে বিদ্ধস্ত বাসি বিছানার পাশে!
--------------------- ----------------------
২৬শে জুলাই ২০২০, ১১ই শ্রাবন ১৪২৭, রবিবার, রাতঃ০৮ঃ৫৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.