০১.
বাঁদরকে বেশী ভালোবাসা দিলে সুযোগ বুঝেই
ঘাড়ে বসে কান মলে দেয়।
মানুষকে বেশী ভালোবাসা দিলে কলিজায় আঘাত করে।

০২.
যে প্রেম বা ভালোবাসা
ব্যক্তিস্বাধীনতা হরণ করে
তার মুখে শুধুই একদলা থু।

০৩.
প্রতিটি জিন্দাবাদই
স্বার্থবাদের প্রকট প্রতিধ্বনি,
দিতে ও পেতে অন্তর থেকে অনাগ্রহী।

০৪.
টাকা দিয়ে
নির্মলেন্দু গুণ হওয়া যায় না
গুণ থাকতে হয়।

০৫.
জাগালে জাগাও; রাগাও কেন!
মধু না হয় নাইবা দিলে থাকুক চাকে,
একদিন লম্পট পিঁপড়েরা খেয়েই যাবে।

০৬.
চাটুকারিতা আমার রক্তে নাই,
না, থাকবে না আমার প্রজন্মের রক্তে।
দূরত্বটা মানবিক বোধ থেকেই তৈরী হবে।

০৭.
যে দেশে রাজনীতির সুস্থ চর্চা হয় না,
সে দেশে রাজনীতিবিদ-
সৎ, মহৎ,  সুস্থ মানসিকতার হয় কিভাবে!

০৮.
জীবন চলার পথ পৃথক হলে,
মনের দূরত্ব বাড়তে বাধ্য।
মধু জমে চিনি হলে গুণাগুণও বদলে যায়।

০৯.
নেট যন্ত্রনায় প্রেমিকাও পালায়।
টিপাটিপি বন্ধ হলে অধুনা প্রেমও জমে না,
বীজ না হলে যেমন দুধও ভালো দই হতে চায় না।

১০.
পাপড়ি খুলেছ যখন
দু'ফোঁটা মধু না হয় দিলেই এ তৃষিত ঠোঁটে,
ভ্রমর হব ডাকলে ইশারায়।
------------------ --------------
১০ই আগষ্ট ২০২০, ২৬শে শ্রাবন ১৪২৭, সোমবার, সকালঃ০১ঃ০৮ মিনিট,  (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.