০১.
করোনাও কি
পক্ষপাতিত্ব করে
ত্রাণ চোরের!

০২.
চাল চোরেরা
করোনায় মরুক
অভিসম্পাত!

০৩.
ত্রাণের চাল,
ডাল, তেল, সাবান
চুরিও হয়!

০৪.
আহা জননী
জন্মভূমি স্বদেশ
কত সইবে!

০৫.
একবার তো
নড়ে ওঠো, হোকনা
ভূমিকম্পন!

০৬.
এখনো দেখ
কতনা সাজগোজ
মৃত্যু দুয়ারে!

০৭.
বুকের মধ্যে
দানা বাঁধা ভয়েরা
কাঁপায় রাতে।

০৮.
গভীর রাতে
ভয়েরা বিছানাতে
আলো-আঁধারে!

০৯.
করোনা কণ্যা
বাণিজ্যিক চুম্বনে
বংশ বিস্তারে।

১০.
পার্কের বেঞ্চে
বাদামের খোসায়
প্রেমের ছোঁয়া।
-------------- --------------
০৮/০৪/২০২০, ২৫/১২/১৪২৬, বুধবার, বিকালঃ০৫ঃ১৯ মিনিট (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.