অচেনা শহরের ভালোবাসা  
শ্রী সজীব চন্দ্র খাসকেল


অচেনা শহর অচেনা মানুষ কাটছে  একাকিত্ব সময়
উত্তরের ওই হিমেল হাওয়া যেন কাছে টানছে দু-হৃদয়।


দূর দৃষ্টি কোনে দাঁড়িয়ে থাকা  লাল টুক টুকে এক পরী
আন্দাজ করতে পারছি এ নয়  কোন সাধারণ নারী।

এক-পা দু-পা করে হাঁটছি আর তাকে দেখার প্রহর গুনছি
কাকতালীয় ভাবে সে আমার পথের সঙ্গী।


কিছুটা হতবাক হয়ে প্রশ্ন করলাম রুপের রহস্য কি?
উত্তরে তার মৃদু মধুর টোল পরা মুখের হাসি
বুঝতে আর রইলো না কিছু বাকী।


প্রতিক্ষনে তার গন্তব্য পৌঁছে গেছে  দোড় গোড়ায়
তাকে ভাবছি মনে মনে ব্যকুলতা  বাড়ছে প্রতিক্ষনে
যেটুকু সময় পাশে ছিল পাশে স্বর্নযুগ বলে মনে হয়।


অচেনা শহরের ওই অচেনা গলিতে যেন বাড়ে বাড়ে আসা
প্রতিদিনই দেখা হতো, কথা হতো, হতো ভাব বিনিময়
তবু যেন না  দেখিলে  ছট ফট করে এ হৃদয়।
দুটি মনে মিলছে জোড়া  হলো  শুভ পরিনয়।।