গন্তব্য কোথায়
✍️✍️✍️শ্রী সজীব চন্দ্র খাসকেল ✍️✍️✍️


গন্তব্য কোথায় তোমার, কোথায় তোমার বাড়ি
অর্থের স্বার্থে অন্ধ হয়ে দিওনা ভুল পথে পাড়ি।


হয়তো তুমি নিজেকে ভাবছো মহান, হয়তো তুমি বিত্তশালী
সৃষ্টি কর্তার কাছে ইহা সবই তুচ্ছ দিওনা তারে গালি।


সৃষ্টি কর্তার অশেষ কৃপায় তুমি পেয়েছো এ দুর্লব মানব জনম
হাঁসি ঠাট্টায় কাটছে সময় তোমার করোনা তাকে একবার স্বরন।


সময় গেলে সাধন হয় না বোঝনা তুমি গন্তব্য
পেটপুরে তুমি আহার করো বোঝনা তুমি অনাহারীর মন্তব্য।


গন্তব্য হোক তোমার মহান সৃষ্টি কর্তা মন্তব্য হোক ভালো
ধর্ম হোক তোমার মানবতা কর্ম হোক ভালো।