হেরিলাম মন
লেখকঃ:-শ্রী সজীব চন্দ্র খাসকেল


:- স্বাধীন চেত্তা মন হাসি-খেলি সময় কাটে বিন্দাস জীবন
একটা অলক্ষুণে লগ্নে বেরলাম প্রকৃতির স্বাদ নিতে।


প্রকৃতি তার সকল তিক্ততার মায়াজাল দিয়ে তৈরি সে
যাকে দেখিবার মাত্র নিজেকে হেরিলাম তিক্ততার মাঝে
এ তিক্ততার মাঝে যেন মাধুরীতার স্বাদ পাওয়া যায়।


যেই স্বাদের আলাদা একটা গন্ধ আছে
যার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া কঠিন কিছু নয়।


মাঝে মাঝে এই তিক্ততার শহরে ঘুনে ধরে উইপোকা
ভেতরটাকে ছিঁড়ে ছিঁড়ে খায় তবুও সেজে থাকি বোকা।


কেন হেরিলাম নিজেকে করলাম সমর্পন
নিজ প্রতিচ্ছবি আয়নায় দেখতে চেয়েছিলাম
আয়না টাও আজ ভেঙে যাচ্ছে দেখতে চায় না এ মুখ দর্পন।


কেন নিজেকে হেরিলাম ভাবি সারাক্ষণ?
উত্তর মিলেনা তবুও অঙ্ক কসি সারাজীবন।