খাঁচার পাখি
শ্রী সজীব চন্দ্র খাসকেল


আমরা হলাম খাঁচার পাখি
তোমরা যেমনি নাচাও তেমনি নাচি
তবুও আমাদের  বিরহে তোমরা হও বেজায় খুশী।


জন্ম তো তোমার আমার একই আসমানের নিচে
তুমি যদি স্বাধীন ভাবে  চলতে পারো মুক্ত  ভাষায় কথা বলতে পারো
তবে কেন আমায় বেধে রেখেছো খাঁচায়,
আবার বন্দী খাঁচায় নির্যাতন করছো হেঁসে হেঁসে।


মুক্ত আকাশে মুক্ত মনে ডানা মেলে উড়তে চেয়েছিলাম  
এটাই ছিল মোদের বড় অপরাধ
পাখি হয়ে জন্ম নিয়েছি এখন খাঁচার মধ্যে কাটে প্রতি রাত।

চার দেয়ালের বন্দী জীবন সবই পুশে রেখেছি  এই মনে,
তোমার ওই লৌহ খাঁচার হৃদয় মাঝে ঝং ধরবে যখনি
তুমি মিলিয়ে নিও মেঘের বজ্রপাতের আঘাতে তোমার  
মানুষ হওয়ার অহংকার তোমার পুড়ে ছাঁই হয়ে যাবে তখনি।
শুধু দেখবে চেয়ে চেয়ে আর কাঁদবে পথে পথে,
ভিক্ষার থালা সেদিন থাকবে তোমার সাথে।


ছট ফট করতে থাকবে খাঁচায় পাবেনা খুঁজে মুক্তির কোন পথ
মৃত্যুর প্রহর গুনবে সেদিন  ফেলে দীর্ঘ শ্বাস।