কৃতিত্ব মা তোমার
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল


মা তুমি না থাকলে হয়তো আমার জন্ম নেওয়াই হতো না
তুমি না থাকলে হয়তো  আমায় কেউ বাবা বলে ডাকতো না।


মা তুমি না থাকলে হয়তো আমি দেখতে পেতাম না পৃথিবীর আলো
তুমি না থাকলে হয়তো আমায় কেউ বাসতো না ভালো।


মা তুমি না থাকলে হয়তো আমি জন্মাতাম না মানুষ হয়ে
তোমার মায়া মমতা আমায় বাধ্য করেছে তোমার গর্বে জন্মাতে।


মা তুমি  না থাকলে হয়তো আমি হইতাম অমানুষ
জন্ম নিলেই বাবা মানুষ হয় না ইহা তোমার কন্ঠে শুনেছি সুমধুর।


মা তুমি না থাকলে হয়তো আমি হইতাম পরবাসী
তুমি না থাকলে হয়তো থাকতো না আমার মুখে একটুকু হাসি।


মা তোমার ওই স্নেহময় বৃক্ষছায়ার মতো কোল আমি খুজে পাইনি ত্রিভূবন মাঝে
পৃথিবী লোকের শত শত কোটি নারীর মাঝে শুধু খুজে পেয়েছি তোমাকে।


জন্মের যৌবনে হয়তো সবাই ভুলে যায় মায়ের ত্যাগের কষ্টার্জিত স্মৃতি
আমার জীবনের সবটুকু কৃতিত্ব মা তোমার,
তোমার স্মৃতি আগলে রেখে আজও বেঁচে আছি।


(আমার সম্পূর্ণ কবিতার কথা শুধু আমার মাকে উৎসর্গ করে লেখা
মায়ের মৃত্যুর ৮ বছর পূর্ন হতে যাচ্ছে ১৫ ডিসেম্বর ২০২৩ )