মনুষত্ব


শ্রী সজীব চন্দ্র খাসকেল



শুন হে কবি নিরর্জন
    তুমি কাকে করতে চাও আলিঙ্গন।
    
সে কি কাঁচা সোনা
    নাকি সে ভঙ্গুর লৌহ কনা
সে যাই হোক সে মানুষ তো বটে।


    শুনেছি কহে তুমি নিতে চাও তার সতীত্বের প্রমান
তবে আমি এর গোর বিরোধীতা করি।


     সে নারী সে মা সে বোন সেতো কারো না কারো আপনজন
একটু চিন্তা করো কবি আমি তুমি আমরা কার উদরে জন্মেছি!


আমি পারিনা তার সতীত্বের প্রমান নিতে
তবে সেটা যে অন্যায়।

মনুষ্যত্ব হারিও না তুমি  করোনা অন্যায়
ভালোবাসা দিয়ে সৃষ্টি যার তাকে তো
ভালোবাসা দিয়েই জয় করা যায়।