নিশীথ রাতের পরী
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল


এ ঘোর সন্ধ্যায় পথচলা থমকে দাঁড়ায়
নুপুরের ধ্বনি বিচলিত করে এ হৃদয়।


কিছু অদৃশ্য মেঘের শব্দ  ধেয়ে এসে
আঁচড়ে পড়ছে এ কর্ন গুহায়।


কম্পিত কন্ঠে চারদিকে অবাক বিস্ময়ে তাকাই
যেন দেখা দেয় নিশীথ রাতের এক মেঘ ঢাকা পরী।


থম থমে পরিবেশ আর দক্ষিণা বাতাস চুল গুলো যেন  নৃত্য করছে আর
মুখ ডাকা ওড়না যেন  সরে গিয়ে এক ঝলক বিজলী চমকায়।


তার মুখের ওই চমকালো সাদা মেঘে বিচলিত নয় সে আত্মবিশ্বাসী
যে পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে যার ছুটে চলা তেপান্তরের পানে
যেখানে কবিয়ালদের প্রেম গাঁথা শুনতে ব্যাকুল তার হৃদয়
যার মহিমান্বিত গুন কথা কবিয়ালদের কলমের ছোঁয়ায় পূর্নতা পায়।

নিছক স্বপ্ন বিলাসী নয় যাকে অনুভবে প্রতিক্ষনে ভেবে পার করছি সময়
সে যে এই নিশীথ রাতের পরী যাঁকে দেখে কবি প্রেম জাগ্রত হয়।