পাপের সামরাজ্য
শ্রী সজীব চন্দ্র খাসকেল


আমি এই পাপের সামরাজ্য বসবাস করছি
মুখোশের আড়ালে ছদ্মবেশে থাকা মানুষের কথা বলছি।
যাঁরা সমাজের উচ্চবর্গের মানবতার নামধারী ফেরী ওয়ালা
বিপদনাশিনী দূত ভেবে যারা,খুশিতে পঞ্চ মুখ
আনাহারে জীবন কাটে তাদের তবুও নেতারা পায় সুখ।


আমি এই পাপের সামরাজ্য বসবাস করছি
পথে ঘাটে খেটে খাওয়া পথশিশুদের করুন আর্তনাদ শুনছি।
প্রশ্ন জাগে মনে,আমদ ফূর্তির করলা দুজন তার ফল রাস্তায় কেনে?
পরিচয় বিহীন কখনো কি বেঁচে দেখছো তুমি?
প্রতিটা মুহূর্ত মৃত্যুর স্বাদ জাগে মনে
এমন ভালোবাসার অভিনয় করোনা কোন ক্ষনে।


আমি এই পাপের সামরাজ্য বসবাস করছি
কিছু কিছু নির্মমতার স্মৃতি এই চর্ম চোখে দেখছি।
ভাবছি মনে মনে দশ মাস দশ দিন যে মা গর্বে দিল ঠাই
বিশাল বড় অট্টালিকা সন্তানের তবুও মায়ের থাকার জায়গা টুকু নাই।
আমি এ কোন সমাজে বসবাস করছি ভাই
চোখ বুঝিলে আন্ধার দেখি তবু বিশ্বাস করার মতো কেউ নাই।

আমি এই পাপের সামরাজ্য বসবাস করছি
গরীব দুঃখী মানুষের মুখের হাসি কেরে নিতে দেখছি।
চাওয়াটা যাদের স্বল্প ছিল, ছিলোনা মাংস,পোলাও খাওয়ার আসা
একমুঠো ডাল ভাত জোটাতেই আজ কি যে বেহাল দসা।
অনাহারে দিন কাটে যার বুঝবে সে এই কষ্টের ভাষা।
স্বাধীন দেশে বাস করি মোরা তবুও  কেন এ দুর্দশা।


আমি এই পাপের সামরাজ্য বসবাস করছি
কিছু অসাধু কুচক্রী মহলের কথা বলছি।
যাঁরা ধর্ম নিয়ে করছে টানাটানি বিদ্বেষ ছড়িয়ে করছে হানাহানি আমিতো মানুষ,তাই মানবতাই পরম ধর্ম জ্ঞান বলে মানি।