হে অফিসার,
           তোমার ডায়েরিটা খু-ব-ই গুরুত্বপূর্ণ
         গনতন্ত্রের জন্য, ---- আবাল বোবা মানুষের
          ভোট নামক আমানতের জন্য, -----
           দেশের শান্তিপূর্ণ বিশ্বস্ত আগামীর জন্য!
           তাই, সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে
              সবার চোখ আপাতত তোমার, -----
                   তোমার ঐ ডায়েরিটার দিকেই!
         অতএব লিখে রাখো যাহা সত্য! -----
        লিখে রাখো, ---- আসমুদ্র হিমাচল জুড়ে
         গনতন্ত্র ধর্ষিত হচ্ছে তোমার চোখের সামনে!
     লিখে রাখো, ------- তেরঙা ভাসছে ভোটের রক্তে!
            লিখে রাখো, ----, কন্ট্রোল ইউনিট হাতে নিয়ে
            মদ আর টাকায় বেজে ওঠা ব্যালট ইউনিটের    
          প্রতিটি বাঁশি তোমাকে শিহরিত করেছে
                 এক অন্ধকার আগামীর আশঙ্কায়!
       লিখে রাখো, ------ মুখে এক চিলতে হাসি নিয়ে  
             তুমি নীরব দর্শকের মতো দেখে গেছ
             বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক দেশে
             নির্বাচন নামক এক সুপার হিট্ কমেডি!
          
      হে অফিসার,
            তুমি লিখে রাখো যাহা সত্য! ------  
           বউ বাচ্চার নিরাপত্তায় মাথায় কাফন
            বেঁধে ভোটকর্মী হওয়ার দুঃসাহস
           তোমার নেই, --------
           অতএব, দাদার মদতে পরিপুষ্ট গোঁফ ওয়ালা      
           রক্তচক্ষু নেকড়েদের সন্তুষ্টিতে নিজ হাতেই    
           কুরবানী করতে হয় তোমার আদর্শকে!
            
        অতঃপর, --------  
        ছ'পৃষ্টার হলফনামায় অফিসিয়াল ডিপ্লোম্যাসি!  
          কলমের আঁচড়ে মিথ্যাকে সত্য আর সত্যকে
           মিথ্যায় রঞ্জিত করে তুমি বলতেই পারো -----
                          "যাক্ বড্ড বাঁচা গেল এবার!"
        বস্তুত আদর্শহীন অবয়বে বাঁচাটাই তো দায়!
        নিজের কাছে নিজের পরাজয় অতীব দুঃসহ!
            অতএব হে অফিসার, খুলে দাও
            মনের জানালা সময়ের চিরন্তন পাতায়
            নির্ভয়ে লিখে রাখো যাহা সত্য! -------
              আগামীর মানুষ পড়ুক ঝরা পাতায়, ------
               হাজারো বিভাজনের ঘুর্ণিঝড়ে
                নীড়-ভাঙ্গা কপোতের ন্যায় বিধ্বস্ত
                 তুমি, ------- তুমি বড়ো অসহায়!
                                                      
                                         ---- খছরুজ্জামান্
                                            ০২/০৪/২০২১ ইং