স্বপ্ন দিয়েই জীবন শুরু স্বপ্ন নিয়েই পথ চলা
জীবন জুড়ে স্বপ্ন গাঁথা, সব তো আর যায়না বলা,
অবুঝ মনের সবুজ স্বপ্ন শৈশবেতেই জাগে,
শিশু সুলভ চাওয়া পাওয়ার নানা অনুরাগে।
ঠাকুরমার পাশে শুয়ে স্বপ্নে চোখ বুঁজে
পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে রাজকন্যার খুঁজে,
জুতার স্বপ্ন, জামার স্বপ্ন, স্বপ্ন লাল ঘুড়ির,
রেশমি ফিতা, পায়ের আলতা, স্বপ্ন লাল চুড়ির!
ছোট্টবেলার স্বপ্ন তরী কৈশোরেতে এসে
স্রোতের মুখে ভেলার মতো ঘূর্ণিতে যায় ভেসে।


কৈশোরেতে মন ভ্রমরা আকুল হয়ে উঠে,
রঙ বেরঙের হাজার স্বপ্ন ফুলের মতো ফুটে,
কিছু স্বপ্ন ঘুমের ঘোরে করে আনাগোনা,
কিছু স্বপ্ন দিনের বেলা কল্পনাতেই বুনা।
অনেক স্বপ্ন অলীক শুধু মনের খাতায় রাজে,
আলস্যেতে সময় গড়ায়, মন বসে না কাজে,
রাত নিশীথে অনেক স্বপ্ন বুকটা চেপে ধরে,
আকাশ কুসুম স্বপ্নগুলো পার না পেয়েই মরে।
স্বপ্ন যেটা ধরতে পারলে সবার নজর কাড়ে,
সে স্বপ্নটা ধরতে গেলেই পাগল করে ছাড়ে।


যৌবনেতে স্বপ্ন যতো সীমার মাত্রা ছাড়ে,
বাড়ির স্বপ্ন, গাড়ির স্বপ্ন, একে একেই বাড়ে,
প্রেমের স্বপ্ন, বিয়ের স্বপ্ন, স্বপ্ন ঘর বাঁধার,
কারো ভাগ্য আলোকিত কারো ভাগ্যে আঁধার।
কেউবা সুখী, স্বপ্নে বিভোর আনন্দিত মনে,
কেউবা হতাশ স্বপ্ন হারা জীবন গড়ার ক্ষণে,
কিছু স্বপ্ন যায় না বলা, লুকিয়ে থাকে বুকে,
কিছু স্বপ্ন ভেসে বেড়ায় রাতজাগা দুই চোখে।
সংসারের ঘানি টেনে সময় যতো এগিয়ে যায়,
স্বপ্নগুলো ঝিমিয়ে পড়ে জীবন মরু সাহারায়।


বুড়ো কালে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে,
হারিয়ে যাওয়া দিনগুলো সব মানসপটে ভাসে,
খেলার স্বপ্ন, মেলার স্বপ্ন, সব কি মনে পড়ে,
অনেক স্বপ্নই হারিয়ে যায় হৃদয় ভাঙা ঝড়ে।
দিনের শেষে জীবন তরী চলে ভাটির টানে,
শ্রান্ত মনে চেতন জাগে উদাস বাউল গানে,
স্বপ্ন দেখার সময় কোথা' ঘরে ফেরার তাড়া,
খেয়াপারের উপায় তো নেই পারের কড়ি ছাড়া!
নেতিয়ে পড়ে আশার আলো শরীর জরজরে,
স্বপ্নেরা সব পাড়ি জমায় দূরের তেপান্তরে।
                                      ---- খছরুজ্জামান্।
                                          ০৭/০১/২০২১ইং