একই সূত্রে বাঁধা মোরা হোক না যতই এপার-ওপার
একই ভাষায় কথা বলা, একই দুঃখে অশ্রু পারাবার!
ওপারের ঐ মুখের বুলি এপারেতেও সমান ফুটে
বরাক নদীর জল ধারাতেই মেঘনা নদী ফুলে উঠে,
ঐ পারেতে উঠলে ঢেউ এই পারেতে লাগে দোলা
একই ভাষার ছন্দ সুরে দুই পারেতেই প্রাণ উতলা,
কেড়ে নিতে মুখের ভাষা এগিয়ে এলো শত্রু যখন
বর্ণমালার মৃত্যু কাঁদন এপার ওপার জুড়লো বাঁধন!
           রফিক জব্বার ছালাম বরকত
           ঐ পারেতে দেখিয়ে দিলো পথ, ---
            এ'পারেতেও জীবন দিল তাই,
            সুনীল শচীন কমলা কানাই -----
একে একে একাদশ ঝাপিয়ে পড়ে মরণ মোহনায়
বাহান্নকে ফিরিয়ে আনলো একষট্টিরই আঙিনায়!
মুখের ভাষা আগলে বুকে করলো যারা জীবন দান
দুই পারেতেই মহান তাঁরা, অমর জ্যোতি অনির্বাণ
বাংলাভাষার কান্না তাঁদের কান পেতে ঐ শুনিস্
  ঐ পারেতে একুশ যাহা এই পারেতেই উনিশ।
  
                                           ---- খছরুজ্জামান্
                                           ২০/০২/২০২২ ইং