ছুঁতে পারছি না তোমার স্পর্শ—হে নিস্তব্ধতা
আকর্ষি হ’য়ে জড়ায় অস্থিরতা
আঙুলের সঙ্গমে যে কলম তার নিবে লেপে আছে চিরহরিৎ রক্ত
লেখনি বেপথু হবার পথে আবর্তিত প্রায়...


যেমন বৃত্তের আলিঙ্গনে জড়ানো বৃত্ত
প্রেমালিঙ্গনে চতুরতা
মাছির ঘোঙানিতে মাতোয়ারা চেনা জানা
গড়িয়ে পড়া ভুলের ঝনাৎকার
হ্রস্বস্বরে হারানো স্বরলিপি সমাচার…


ছুঁতে পারছি না তোমার স্পর্শ— হে প্রিয় ভোর
দূরে ঠেলে দেয়া অক্ষরের অহংকার ঝেড়ে
নিকোটিনের টানে কেবল ধোঁয়া আর ধোঁয়া
ঠোঁটের কিনারে চোটের বাড়াবাড়ি
দাঁতে চেপে ধরা ঘা থেকে গড়িয়ে পড়ে কাল, মহাকাল...