আমার আমি
.খাতুনে জান্নাত
............
.
আমার কেবল একলা থাকা
আমার কেবল বাঁচিয়ে রাখা
ঝিনুকপুরের ইচ্ছেগুলো
খুব দুপুরে উড়ায় ধুলো


একা একা চাওয়ার রথে...


উড়নি হাওয়া উড়িবে নেবে
ওড়না দিয়ে রাখব টেনে
কলির গোপন ইচ্ছেকথা
মালির সুখের ব্যাকুলতা
যত্নে বাঁধে
হারিয়ে যাবার পাগলা চাকা


ছাই-চাপানো আগুন ডিবি
হাত আগলে বাঁচিয়ে রাখা
বিকেলগুলো হেসে খেলে
বেড়ায় দোলে
কি আসে যায়
সকাল টুকু খোলার মোছায়
ফুটল কত অচিন কাঁটা
অচিন গাঙের সবুজ মাথা
বাঁক নিয়েছে তেমাথাতে...


কতই ছিল ভগ্ন কায়া
কতই আছে রুগ্ন ছায়া
বৃষ্টিজলে ভিজলো কত
মান অভিমান ভিনভিলাতে...
আমরা থাকি একলা হ’য়ে
আমি এবং আমার আমি.