রাত্রির নিস্তব্ধতা কিছু সংগোপন কথা লিখে রাখে
কিছুটা অমৃত, কিছুটা অম্ল
কিছুটা বাঁশরির মিড়, কিছুটা বেদনা হরণ
কাব্য ও কলার নিয়ত সঞ্চয়ন
বক্ষবন্ধনী আলগা হয়
উড়ে যায় ছাইপর্ব
আনন্দরাগে অলংকৃত গোপনতম সিঁড়ি
অনুরাগী খোঁজে
চোখে চোখে সন্তরণ
ঠোঁটে ঠোঁটে অববাহিকা
তটে কার ছবি?
কতোকালের তৃষ্ণাঘোর
প্রিয়তম চিত্রকর
ধনিয়াপাতার ঘ্রাণ ভেসে যাচ্ছে শীতের আভায়
শিশিরের ছায়া প্রিয়তম চোখে
প্রিয়তম মুখে...