অন্যধারা
খাতুনে জান্নাত
...............................



যদি বল লিখে রাখি সে সন্ধ্যা সমাচার
কল্পলোক হতে জ্যোৎস্নার স্বরলিপি
সর্ষেছোঁয়া পাখির ডানার গুঞ্জন অন্য ধারায়
অলঙ্কার কে কাফেলা বানিয়ে মায়ার আসনে নির্মিত কবিতার পঞ্চভূজ...


নস্টালজিক দ্যুতি ও ধ্বনির উপমায় বিদগ্ধ কবিকূল।
কোথায় হারায় শূন্যতা!
ভীতি ও দ্বন্ধের দৈন্যতা টের পেল না কেউ
অনুরাগ, বিহ্বল প্রাণ আরও কত ছড়ানো গান
কবিতাই লিখে রাখে বৃক্ষ ও স্বজন আপন করতল রাখে হাতের ছায়ায়!
ধূসর পাণ্ডুলিপি যতি টানে
সারাংশের অভীক্ষায় লভ্যাংশের ভরবেগে নির্মিলিত আবেগ ও সঞ্চিত ভাবধারা...


যদি বল সন্ধ্যাটা লিখে রাখি
স্বাতী তারার সাথে ব্রহ্মাণ্ডের মিলন...
…................