বাড়বকুণ্ড তোমার প্রতীক্ষায়
কেশরাজ, মটমটি, কেসুতি, কেশরিরা মিটিমিটি হাসছে।
বনমোরগেরা এ ডাল থেকে ও ডালে খুশির ঝুঁটি উঁচিয়ে
নীলকান্ত ও কালাপিঠ- চেরালেজ
নিজস্ব ধুনে ধুনময়।
সীতাকুণ্ড থেকে জলের বাহিকায় কিছু আগুন থাকে
তুমি চেন তার হলকা
কিছু সম্পর্কের চিনি ও মোম
আতরদানি ভেসে আসে বাঁশপাতার নকশা বেয়ে
একিয়াস, ইউফোরবিয়াস, রডোডেনড্রন গাছেরা উষ্কে দিচ্ছে গুল্মের সবুজ।
পাহাড়ি মেয়েটার ওড়নায় জীবনের উঠতি আয়োজন।
তুমি হেসেছিলে বিভুঁই
তিরতির পায়ের পাতায় সীমা ডিঙ্গোবার আহ্লাদ
ছুটছো দেশ থেকে  দেশান্তর...