বারোমাস
খাতুনে জান্নাত
.........


হঠাৎ দেখি ঘাসের উপর কাঁপে
ছোট্ট শিশির তোমার অশ্রু কণা
তুলে নিলাম হাতের মুঠো-ঝাঁপে
এক হৃদয় করুণ স্বপ্ন-সোনা।


ঠিক যেভাবে মেখেছিলাম মনে
নীলাম্বরীর করুণ কল্প-লোক
পথে-স্রোতে কুড়িয়ে পেলাম বনে
ঘাস-বিচালি জোনাকি-ঝিঁঝিঁ শ্লোক।


পড়ে থাকে যেটুকু ছাই পাশ
কমই বা কি চলতে ছায়াপথে
টুকরো টুকরো স্মৃতির বারোমাস
জ্যোৎস্না হয়--গোলাপ ঝরে সাথে।