আনন্দ তুমি মাছরাঙা
কবির ঠোঁট থেকে খুঁটে খুঁটে নাও স্নেহ
চোখ থেকে রশ্মির আদর
শ্বাস থেকে শ্বাসের দ্রবণ
আনন্দ তুমি অবিমিশ্র ঢেউ
টাঙ্গুয়া হাওরের শাপলা উড়ানো জলের কাব্য
তুমি তোমার প্রাণের হাতে হাত ধরে বাতাসের ঘ্রাণ নাও
কান পেতে শোনো এখানে কেউ গাইছে সন্দিপন সংগীত
দুঃখ সেলাই করছে বৃষ্টি
গাঢ় সবুজের অপেক্ষা
অবাধ সন্তরণে উজান স্রোত পার হয়ে
পৌঁছেছে সময়ের ডিঙি
আনন্দ তুমি গ্রহণ করছো ভ্রমণ
দিগন্ত ছোঁয়ার প্রতীক্ষায় স্বপ্ন তোমাকে ডাকছে...