বিভাস


এড়িয়ে এসেছি অরণ্যের অভিমান
ঝুল বারান্দায় কালিঝুলি মাখা রাত—
পথের উপর শুয়ে থাকা শাখা পথ
অর্ধেক ভাঙা সাঁকোয় ঝিমানো দিন


তোমার আমার হাতে ছিলো ইশতেহার
প্রথম প্রেমের দুরু-দুরু মাখা বুক
পাহাড়ের শিরে কারা যেন তুলে দেয়
ভোরের কুয়াশা মিঠা মিঠা কচিরোদ


সরল রেখায় প্রজাপতি রঙ ছিলো
ছিলো স্বর ও সুরের যাবতীয় বিভাস;
সামনে কঠিন জীবনের জয়গান
এসব ভাবনা ঠাঁই পাওয়া ঠিক নয়—


ধুলিখাম ধরে বীজ বনে বীজ উড়ে
শিশুকাল থাকে বড়দের স্বরে সুরে...