বৃষ্টিপুর
খাতুনে জান্নাত
.........


বহুদিন পর দেখা হল এই ভোর
বৃষ্টি আহা বৃষ্টিতে ঝরঝর


কলম নামের কেউ উঠে আসে হাতে
দুটো চরণ গাঁথা হয়েছিল মাঝরাতে


কবিতার সাথে বৃষ্টির লুকোচুরি
বৃষ্টি আহা বৃষ্টির প্রেমপুরী


ভাসিয়ে ডুবিয়ে গরমের হাসপাশ
মধুর ঝরনা ভাবনার জমি খাস


বৃষ্টির রঙ কপালে আবীর মেখে
গাছেরা মাছেরা মুগ্ধ পৃথিবী দেখে


আমিও দেখি তুমি এসময় ঘুমে
স্বপ্নে বালিশ অবিরত যাও চুমে


তোমার চুমুতে বৃষ্টির কথা লেখা
বৃষ্টির গান বৃষ্টির কাছে শেখা...