তোমার হাসির অনিন্দ্য প্রকাশ জড়িয়ে রাখে ইদের ঘ্রাণ
নতুন পোশাকের মতো লুকিয়ে
আমোদিত অনুস্বার
সবুজ মেহেদী পাতার গোপন রহস্য উঁকি দেয়া অনাবিল খুশি।
সরিষা খেতের বাতাসে আঁচল উড়ানো কুয়াশা
হিজলের ডালে বসে চায় জোড়া কাকাতুয়া।
পিঠার নকশাকাটা  ভোর উদ্দাম দুপুরের স্রোত
নাড়ার খেতের সবুজ মসুরি, খেসারি যেমন হাসে-
তেমনি ইদের দিন
শিশুবেলার পুকুরে ঝপাৎ ঝপাৎ কলরবে সাঁতারের সিম্ফনি
আমাদের বয়ে চলা দিন
আমাদের সয়ে যাওয়া দিন
ভোলে ক্ষয়ের জমানো সব ঋণ...