তোমাকে দেখলেই কবিতা এসে আঙুলে লুটায়
ভাবলেই মনময়ূরী
শ্রাবণের কাশফুল অরণ্য পেরিয়ে আকাশমুখী
তুমি মুখ তুলে চাও
জাফরান সুগন্ধি মেখে টিপ পরাবো
চোখের পাতায় মুগ্ধতার মায়া
তোমাকে ডাকলে কোমরে মাদুলি পরে বিকাল নাচে
কেয়া বনে কুহু
তুমি কবিতার প্রাণ
নকশিকাঁথার হরেক বুনন
গাঁয়ের বধুর কলসি চলে
ঢেউ উছলায় জলের স্রোতে
ঝিঁঝি ডাকে অরণ্য পাড়ায়
জানালায় সোঁদা গন্ধ
পুকুরে সাঁতার
জলকেলিতে মাতোয়ারা সবুজ সময়
উড়ছি পাতার বাহার
বনের ভেতর বুনো মেয়ে
তুমি চৈতালি হাওয়া উড়াও উড়াও এলোমেলো পথ
পাহাড়ি মাদক
মেঠোপথে লিখে যাচ্ছি নাম
ধুলোর উড়না জড়িয়ে রাখি স্মৃতি
কামিনীর বুকে মুখ লুকিয়ে তোমাকে খুঁজি
আঁজলায় তুলে আনি পূর্বজনের ইতিকথা
ধ্যানের গভীরে বাজছে ইমনসন্ধ্যা...