তুই কোথায় থাকিস বল তো? এত যে হট্টগোল দিনরাত, এত যে আদাজল খেয়ে লাগা জীবনের পিঠে আঁচিলের মতো। কোথাও নিয়মের ধুন, কোথাও সর্পিল। স্বপ্নখেকোরা হাট বসিয়েছে উপাসনালয়ে। সত্যম সুন্দর তো তুই মুঠো ভরে রেখেছিস। তোকে খুঁজতে খুঁজতে পাথর চাপা ঘাসের সমুদ্রে বিলীন হয়ে আছি। তুই কী টের পাস? তোর বুকে মানবতার ঢেউ উড়ু বাতাসের হলকা এ সঙ্গীন পৃথিবীর পরে আছড়ে বিছড়ে পড়ে। মানুষের হালখাতা কত মৃত্যুদৃশ্য, ধর্ষণ খুন হত্যার তর্জমা করতে করতে পত্রিকার সাদা পাতা কালো হয়ে উঠে।