কবিতা ফড়িং,  হরিৎরাঙা প্রজাপতি
কবিতা কনক ভোরের দোয়েল শিস
কবিতায় হাসা কবিতায় ভাসা প্রিয়জন মিলমিশ...
কবিতা সাগরের ঢেউ
পাহাড়ের স্থবিরতা ভাবনার জটাজাল
চিকন আলে দৌড়ে দৌড়ে যায় গ্রাম
কোচে শাপলা শালুক আর কামরাঙা উচাটন।  
দূর অতীতের পাড় ধরে ইতিহাস
হাটু গেড়ে বসে ঐতিহ্য পরম্পরা
ভবিষ্যৎ অনিমখে মুখ রাখে জানালায়...
কবিতা বৃক্ষের নদী অতলান্ত কূলের স্পৃহা
ঢেউ আনে কথকতা
অনুরাগে মধু, অভিমানী চোখে চায়
টগর, বকুল,মালতি, কলমিলতা
উজান দিঘির পদ্ম ফোঁটা জল
সবুজ পাড়ের মায়ের অরুণ মুখ
সূর্য ফোঁটা বৃষ্টিও ভালোবাসে...
এঁদোডোবা আর ব্যাঙাচি সন্তরণ
চেয়ে থাকে বিবর্তন আলোক
বিষাদ ভেঙে শুদ্ধতার আশা
পথে স্রোতে কুড়িয়ে পাওয়া স্মৃতিফুল।
কবিতা পড়লে দেশের জন্য প্রাণ
'বাচাও বাঁচাও' আমার বাংলাদেশ
শঠতা, মূঢ়তা ধান্দাবাজীর শেষ
হবেই দেখো কবিতা পড়লেই...
শত শহীদের জন্য কাতর মন
আশ্রয় খোঁজে কবি আর কবিতায়
মুক্তিযোদ্ধা কাঁধে তোলা রাইফেল
বিদ্রোহী এক কবিতার অবয়ব
কবিতা বিমূর্ত, কবিতা সরব নিসর্গ অনুপ্রাণ
কবিতা ভাবায়, কবিতা জাগায় মরমিয়া আখ্যান...


(২০০৯ সালের লেখা। কোনো বইয়ে তার স্থান হয় নাই)