খুঁজলেই খুঁজে পাবে একদিন
খাতুনে জান্নাত
...
খুঁজলেই খুঁজে পাবে  
মিশে থাকব ধানক্ষেতের পাশে মধুকুপি ঘাস
আমার ডানা বেয়ে ফড়িং শিশুরা
আমার ডানা বেয়ে পিঁপড়ের ঘর
দেবীর ঘরে ঘণ্টী বাজবে, আজান বাতাস হবে প্রবাহিত
বুকের কাছে ষোড়শী ঘাঘরা উড়ানো পরাগ
হাজার বছরের পুরনো পুঁথির গন্ধে মিশে থাকা কালির অক্ষর
জাফরান ঘ্রাণ বইবে ভাবনার কূল উপকূলে
পারিজাত উড়ন মহাপৃথিবীর ললাটে চুমু খেয়ে হারিয়ে ফেলবে ঠিকানা...
তুমি ঠিকই পাবে খুঁজে একদিন
পথের কিনার ধরে যে স্রোতস্বিনী
রথের মিনার ধরে যে মানবীয় স্রোত
তার কুলকুল কলরবে
আমিও গান হবো গহীন অরণ্য বেয়ে-- যখন ইচ্ছে নীল প্রজাপতি...
সকালের ঘাটলায় কুল বধুদের গল্পের মোহনা
বৃষ্টির আলিঙ্গনে ছুঁবো অহমিয়া স্বপ্নের আদিবাস
চর্যাপদের ভাষার গভীরে প্রাকৃত কালবিন্যাস...