ম্যাজিক লণ্ঠন
(কবি রতন মাহমুদ কে)
খাতুনে জান্নাত
….........................
ম্যাজিকই তো সে
সময়ের অসূয়া ব্যাপ্তিতে কবি ও কবিতার সংযুক্তি
এ আরুদ্র শহরে জীবনের মানচিত্র
হৃদয়ের মন্দ্রিত মায়ার বেড়িতে
ভালোবাসার পঙতি গেঁথে গেঁথে নির্মাল্য গ্রহণ।


কতজন আসে যায়
চড়াই উৎরাইয়ে কবিতাও ফেরি হয়
শুধু জেগে থাকে লণ্ঠন অতন্দ্র প্রহরী যেন
ভোরের আলোর মতোই দেদীপ্যমান
প্রতিজ্ঞা পরিশুদ্ধতার অমীয় সাধনায় কাব্যময়
কবিতার মহাবলয়।


ম্যাজিকই তো সে মায়ের রতন
লণ্ঠন জ্বালিয়ে রাখে, ধূলিময় এ সময়ে
এক চিলতে আলোর শিহরণ
স্নিগ্ধ লিপিতে তাই গ্রন্থিত থাক  ম্যাজিক লণ্ঠন..
........