জীবন অনন্য হয়ে ধরা দেয় সাহিত্যের আদৃত বলয়ে
কবিতার ছত্রে ছত্রে লালিত্য মায়ায়
হে মধুকবি,
মাধুর্য মহিমাময়, ছন্দে আর আবেগে
জীবনের মূর্তময় আলোচ্ছাসে মানবিক বোধ...
শত বছর ধরে চলছে তার পঠন পাঠন
আরো শত বছরের আলোর মশাল নিয়ে থাকবে এগিয়ে।
দীনতা হীনতা যা আজও আছে
সমাজের মর্মর পাথরে
দু'হাতে সরিয়ে দেয় আপনার  পঙক্তি অলঙ্কার
সাহসে স্বজ্ঞাত করে আমাদের চলন উঠুন
অক্ষর অনিত্য হয় মায়াবী প্রলেপে
ধরে রাখে ঐতিহ্য,  মিথ, ইতিহাস মোড়ক উন্মোচন।