মনে রেখো
খাতুনে জান্নাত


....
হারিয়ে যাবার তিয়াসায় ভেসে যাই যদি-
মনে রেখো
কুয়াশা ও শিশিরে  দেখো হাত রেখে
এখানে আমার স্পর্শ ছাড়ে ঘ্রাণ...
ডুমুরের লালে খুন-কিছু চেতনার অবিমিশ্র ধারক-বাহক
মাটির পললে মেশা অতিযত্নের ফসিল
ভেসে যায় সেঁজুতির মুগ্ধতায় সাঁঝের কল্লোল...
এ চোখে ছায়া-মায়া দোল-দ্যুতি
ঢাকতে চেয়েও হারে হিংসার ঘোলা জল,
দুখ-শোক, কাদা, কোন্দলের হাহাকার...


যদি চলে যাই হট্ট কোলাহল ছেড়ে
মনে রেখো
একটি প্রশান্ত মুখ অধীর আশায়
খুঁজেছে জীবন-সুর, বেদনাহরণ স্বরলিপি
অহিংসার আদ্যক্ষর আর
ধূসর জলের স্রোত পেরিয়েছে
মুক্তির গানের মতো
পতাকার গায়ে দোল খায় মুক্ত বাতাস।


উষ্ণ আবেগ-ঘন প্রাণ
স্রোতস্বিনী খোঁজে আপন আঁচল
একটি অবোধ ছায়া ঘুরে ঘুরে আসে যায়
ঠিকানা ঠিকানা দূর বিবাদী পাড়ায়
তার মূল খুঁজে নিতে তুমি-আমি এক
সেও ঠিক একভাবে চায়