ফুল, পাতা, বৃক্ষছায়া, গাঁজিলা পুকুর গড়িয়ে গড়িয়ে গভীর সোপান
জংলা লতা-গুল্মের জড়ানো হাত বোধের কিনারে
নিঝুমতা এখানে সোনার আখরে লিখে হরিদ্রা প্রণয়
স্ফটিক হৃদ-পেয়ালা ভরে নেয় অনিন্দ্য সুন্দর
ডুমুরের খুনসুটি ত্রিতালে মাদল
কেশরিয়া সাজায় ডালা কেশবীথি,
কাঞ্চন, বাটুই, সোনালু মনোগ্রাম
নিশুতি রাতের ধুন একমনে বাজায় কত্থক
আম, কাঁঠাল, নারিকেল, সুপারি
সারগম
অনিন্দ্য চিত্রশালা, অনন্য উদ্যম
বাতাসের দোলে সুরের অমল বসবাস
মৌটুসী, শালিক, দোয়েল ডাকে ডাকে দিগন্ত-ছোঁয়া
এখানে চেতন মন আলোর ঠিকানা
ভোরের কুয়াশা ভেদে রোদেলা সকালে শুনি পিতা, মাতার কলরোল,
আবদার ও অধিরতা--
কোনো এক কালে
মমতা ও শাসনের চিত্রল কল্লোলে
শিশুর জীবনে মনোহারি মাহাত্ম্য
এখানে কুলের ঐতিহ্য
পল্লীর আশিস
এখানে পিঠার বাঁপ
তাঁতের খটাখট পায়ের পাতা ছোঁয়ে
দূর্বা শতদল।


মেঘের আড়ালে মেঘ
নাচে ময়ূরী মনন...