অপেক্ষা বাঁচিয়ে রাখে প্রত্যাশা
কয়েকটি জমিয়ে রাখা সন্ধ্যা
মুঠোভরা রোদের কিন্নরী আর শ্যাওলার ঘ্রাণ
সরষে রাঙা ক্ষেতের সিথানে
ভোরের কবিতা হাত ধরাধরি করে হাঁটে
বাতাসের মিহি সুর
হেমন্ত হেমন্ত!
বাটুই'র অবাক দৃষ্টি  ...
অপেক্ষা বাঁচিয়ে রাখে প্রত্যাশা
কচুরিপানা বিলের কিনারে বেগুনি পরশ
দিনকে পিঠে করে নিয়ে যায় দিন
ফাল্গুনের বিরিশিরি মায়া
বর্ষণের মেলোড্রামা
বিজন বনের উড়নো দোপাট্টা
কাঁপিয়ে তোলা শব্দভ্রণ
জায়গা দখল করে অভিমান
ধানশীষে নক্সাবোনা দৃশ্য
দৌড়ে দৌড়ে আসা কিশোরী পালক
যৌবনের দ্যুতি ছড়ানো সবুজ বৌচি বিকেল
কোলাহল কোলাহল
ঝড়ের বাগানে আমকুড়ুনো দৃশ্য
সেঁজুতি সন্ধ্যা
হাজার বছরের গল্পবলা রাত
বারুলি মেলার প্রথম আসরে-
অপেক্ষার আঁচল ধরে প্রত্যাশা
দাঁড়িয়ে থাকে
কতকাল! অনন্তকাল।
২০/০১/২০২৩