আনন্দ অধির হও
এই রাতের নির্জনতায় ডাকে প্রেম
চুম্বনের শব্দগুলো জড়িয়ে আছে
চালতাপাতা চুঁইয়েপড়া জল।
কেরোলিনেই আর চিনেনসিস
গোলাপের নির্যাস বয়ে প্রাণ এত প্রাণময়!
মৌনতা ভাঙবে বলে মিসিসিপি, মিশৌরীর মৌসুমি বাতাস
লৌহা ও ইটের সামিয়ানায়।


আনন্দ জেগে ওঠো
গুহাকাল থেকে কিউনিফর্ম লিপিতে নাম
ইমন রাগের পল্লবিত প্রথম রাতের রাগিণী
নির্জনতা জমা করে কোনো বিরহী যক্ষীর কফোঁটা আনন্দাশ্রু!
জীবনাভিসারে
তুমি মেসোপোটেমিয়া ও
সুমেরীয় অরুণ বল্কল।
প্রচ্ছন্নতা প্রাজ্ঞতায় ঢেকে রাখো হিমালয়
মগ্ন প্রেমের আর্ফিয়াস।
আনন্দ ধারণ করো সম্মোহন কুঁড়ি
বাজছে বাঁশপাতার বাঁশি, ফুটছে পরাগ
দিগন্তজুড়ে সুরের তন্ময়তা
প্রকৃতি ঢালছে আন্নুনাকির প্রাচুর্যতা
বাজাও বাজাও রাধার অনুরাগ...


আনন্দমুখর হও
সিন্ধু থেকে উপচেপড়া উর্মি
মহেনজোদারোর প্রাণ ছুঁয়ে বাড়বকুণ্ডের নির্মল কুটিরে...