শান্তি ও শান্তি...
খাতুনে জান্নাত


বুকে উরাল পর্বত, বিস্তৃত আমাজন চোখে
তুমি আর ফিরলে না;
প্রহরের অনন্ত অপেক্ষা
দরোজায় করাঘাত করে-করে ফিরে যায়।


গলছে মনের মুখ ও মুখোশ
বোধ ও বধিরতার সংলাপ শেষে
মানুষের মেদ ও মাংস ঝুলে থাকে
বৈদ্যুতিক করাতে কাটা সময় শাখায়।


অন্ধকারে বুক-পোড়া গন্ধ-
জোনাকি ডানায় বুঝি আগুন দিয়েছে কেউ!
বৃক্ষ দের আর্তনাদে ঘুম-ভাঙা দিন
খুঁড়িয়ে-খুঁড়িয়ে চলে পথ-ভাঙা পথ ধরে।


কেউ বোঝে না মর্ম কে যে কী কী বলছে!
তুমি কি করে ফিরবে ও-সই
তোমার যে গণ ধর্ষণ চলছে!