শীতাতপ্ততা
খাতুনে জান্নাত
.....................।


নদীর দু’পারে কাশফুলের লাশ শুয়ে আছে;
সারি সারি শিমুলের চুড়ো লাল হলে শীত নামে
কুয়াশা কফিনে হেমন্তের নান্দনিকতা… বাতাসের ছুরি ও বিশ্বগ্রাম...
নাড়ার আগুনে পোড়, পাতার ঘূর্ণিতে ধরুক আগুন;
শীতের চাদরে মেরুদন্ডের কলোনিতে কলোনীতে হিমাগুন…


ধূলিতে ডুবে যাওয়া সেকালের গরুর গাড়ির হট হট হুরর্ এর মায়াবী শব্দাবলী
কোমর প্যাচানো কিশোরীর শাড়ির মতোই উদাসীন
ঝরা পাতাদের কান্না লেখা রয় অধরা গ্রন্থিকতায়
বেড়া ডিঙানোর অপরাধে খোয়াড়ে বন্দী ছাগল ছানা হাতড়ায় হাটের মধ্যে আপন মানুষ-
যেন বন্ধ্যা রমণীর পালিত সন্তান…


পিতার পরিচয়হীন গাছি খেজুরের রস নামায়;
গলিত বিশ্বাসেরা রসের হাড়িতে বল্কায়


বৌয়েরা রঙ পরে আসে মায়েরা চলে যায়;
পূরণ মাঝি গায় পূনর্জন্মের গল্প…


অকালে বন্ধুর বিয়োগ দেখে অবিশ্বাস থেকে আমরাও কোরাস হই মৃতের মিছিলে...