স্পর্শ-২


খাতুনে জান্নাত
.........
এই তো মুখোমুখি নিস্তব্ধতার ময়ূরী
স্পর্শ কর সুরভী কালের ঘ্রাণ
তিল তিল জমানো ঋদ্ধতা আলো
সরিয়ে দিনের আবিলতা রাতের শ্রী-
অলিন্দে অলিন্দে বয়ে যাচ্ছে নিরিবিলি স্নিগ্ধতায়…
.
ধারণ করো, আবদ্ধ করো না
আলোকিত করো, আড়াল করো না
আলোড়িত করো, আবিষ্ট করো আপ্লুত করো না
উন্মুক্ত জানালা, নির্মেঘ আকাশ
প্রশস্ত পথ আর রথের গতির নিমিত্তে


এই বাড়ালাম হাত
ঝর্ণার নিক্কন আঙুলের আকর্ষীতে
চোখে দিগন্ত তটরেখা...
আসমুদ্র হিমাচল দেখা পিপাসায় রাখো চোখ
খুলে নাও বেড়ি নক্ষত্র পরিভ্রমণে…
.
স্পর্শ কর সাহস ও ইচ্ছা
যোজন যোজন পথের ক্লান্তি
প্রাকৃততম সুর
পেরিয়ে আসা বাঁক ও আগামীর সিঁড়ি
স্পর্শ কর প্রজাপতি ডানা রঙ ও রঙের বিহঙ্গ…
-------------------------------------------