স্পর্শ-৩


তুমি ছুঁয়ে দিলে স্নিগ্ধতা আমি ছুঁয়ে দিলে অমরতা
অথচ স্পর্শের গ্লানি অথচ স্পর্শের কাটাল


তুমি ছুঁয়ে দিলে নীহারিকা আমি ছুঁয়ে দিলে পললতা
অথচ ছোড়াছুড়ি কাদা অথচ স্পর্শের পায়ে বাধা


তুমি ছুঁয়ে ছিলে ফুল আমি ছুঁই আবিষ্ঠতা
ছুঁলেই আগুনের হলকা


ঠাণ্ডা নীল আগুন, ছাইচাপা আগুন
ছুঁলেই তাণ্ডব তবুও আমরা ছুঁই জন্মাবধি


ছোঁয়াছুঁয়ি চলে মৃত্যু পর্যন্ত
কবিতা ও আমি ছুঁয়ে ফেলি মৃত্যুকেই...