তিয়াশার তৃণলিপি
খাতুনে জান্নাত
.....................


এখন কথারা থাক
পথ ভরা যানজট যানজট
মানুষেরা পাশাপাশি বসে
মানুষের স্বভাব যেমন


স্বভাব নিজের পথে হাঁটে
চল তারে গতিমুখে টানি
আপন রাজ্য জুড়ে ক্ষত
ক্ষতদের গভীরে তিয়াস


আয়নার মতো দেখি মুখ
লুকনো লুকনো বিষাদ
স্বরলিপি ভুল হ’য়ে যায়
কোথাও গোপন বিবাদ


বেদনার ছায়া মাখা রথ
প্রিয়জন দূরে দূরে থাকে
প্রিয়তম আঙুলের পাশে
কার রাখা জটা, কালো হাত


কায়া আর ছায়া এক নয়
যত তার সাথে জড়াজড়ি
চারিদিকে শুধু ধু ধু ধাঁ ধাঁ
কত আর গলা ছেড়ে সাধা


বন্ধু বন্ধু হয় না কো
শত্রু তো বেশি হবে বটে
মনমাঝির বারোটা ষোলটা
অশ্রুবান, ভাঙা ঘটমান


এ শহর অচেনা অজানা
গ্যঞ্জাম হাহাকার নিত্য
ভয়ে ভয়ে কাঁপে চিত্ত
এ যে এক তা না না না না


প্রেম যেন মুঠো চানাচুর
যার লাগে তার বেশ লাগে
বাঁকিদের গোলক ধাঁধায়
ঘোরাঘুরি, প্রাণটা চিরতা ।