বলছি না আমাকেই ভালোবাসতে হবে–নীলিমা
আমাদের পরিণয় হয় যেন দূরত্বে
শুধু চোখ মেলে তাকিও, ছাদের ওপাশ থেকে
অথবা আড়ালে পাগলামি দেখে একটু মুচকি হেসে উঠো
আমাদের পরিপূরক হতে হবে না—
আমরা নিজেদের স্বাদে বাঁচাব জীবন
কোন সংশয় নেই, আমাদের অভিমান
যেন ডুবে রবে ঠিক চাঁদের পেছনে!
শুধু চোখ মেলে তাকিও, একটু না হয় ক্রোধ চোখেই!